প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২১ , ৭:৪৬:০১ প্রিন্ট সংস্করণ
মহাদেবপুরে (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপুজায় মন্দির পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম। উপজেলার শিব বিগ্রহ মন্দির, রঘুনাথ জিও মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।
এ সময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) এটিএম মাইনুল ইসলাম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজম উদ্দীন মাহমুদসহ সঙ্গীওফোর্স। উপজেলার শিব বিগ্রহ মন্দির পরিদর্শনকালে মন্দিরের সভাপতি মিলন সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাত কুমার ব্যানার্জি, অনন্যা সরকার, পুলক সরকার ও বর্ষা সরকার রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।