প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ৫:৩৫:৫৬ প্রিন্ট সংস্করণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে রোববার রাতে মুজিববর্ষ সেরা কন্ঠ নওগাঁ বাছাই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নবরূপে সজ্জিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।