প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:২৫:৫৫ প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সেলিম রেজাকে নিয়ে একটি টিভি চ্যানেলে কটুক্তিসহ চাঁদাবাজ আখ্যায়িত দেওয়ার প্রতিবাদে রোববার দুপুরে মহেশপুর অডিটরিয়ামে উপজেলা আ’লীগের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আ’লীগের জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম চঞ্চল। আ’লীগের জরুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, কাজিরবেড় ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম তরফদার, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন আর রশিদ,উপজেলা আ’লীগ নেতা রায়হান উদ্দীন বেগ, কাজিরবেড় ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি রবিউল ইসলাম, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম,বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল প্রমুখ। উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের মধ্যে দ›েদ্বর কারনে আজ বসা হয়েছিলো। আর আগামী ২৯ সেপ্টেন্বর কাজিরবেড় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করা হয়েছে।