প্রতিনিধি ৫ নভেম্বর ২০২০ , ৬:২৮:২৪ প্রিন্ট সংস্করণ
মহেশপুরপ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল সহ তার পরিবারে ৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার রাতে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা বেগম বিষটি নিশ্চিত করেন।
জানা গেছে, তার স্ত্রী ও কাজের বুয়া আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, করোনা ভাইরাস শুরু হলে স্থানীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল তার আসনে মাঠে-ময়দানে সাধারন মানুষের পাশে দাঁড়ানার চেষ্টা করেছে। তিনি করোনকালীন সময়ে বিরামহীনভাবে মানুষের সেবা অব্যাহত রেখেছেন।
\বৃহস্পতিবার সকালে মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে ভয় না করে তিনি কাজ করে গেছেন এবং এখনও তিনি মানুষের সেবা করতে চান। বর্তমানে তিনি ভাল আছেন তবে তার স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।