খুলনা

মহেশপুরে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল মঙ্গলবার সকালে ৪দিন ব্যাপি কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিদ্যালয়ের ছাত্রীদের প্রশিক্ষন কর্মশালার উদ্যোধন অনুষ্ঠিত হয়েছে। ৪দিন ব্যাপি কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্যোধন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্যোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ আকবার নেওয়াজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে ৪ দিন ব্যাপি কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।