দেশজুড়ে

মহেশপুরে গভীর রাতে বাড়ীতে হামলা-নারীসহ ৪জন আহত

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৬:৫৫:০১ প্রিন্ট সংস্করণ

মহেশপুরে গভীর রাতে বাড়ীতে হামলা-নারীসহ ৪জন আহত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরের শংকরপুর গ্রামে পুর্ব শক্রতার জেরে মঙ্গলবার গভীর রাতে বাড়ীতে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। রাতেই এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নুরছবি খাতুন (৩২),হাসিনআরা (৩০),রানা হোসেন(২৩) ও মহির উদ্দীনকে(৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার স্বরুপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মহির উদ্দীনের সাথে প্রতিবেশী জিয়া,শফি,শরিফুলের দীর্ঘদিন ধরে শক্রতা চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে জিয়া,শফি,শরিফুল,লিটু,পলাশ,রফিক,রকি ও বিলাশ মহির উদ্দীনের বাড়ীতে হামলা করে।

এতে পরিবারের নারী-পুরুষসহ ৪জনকে কুপিয়ে আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বুধবার সকালে মহেশপুর থানায় মহির উদ্দীন বাদি হয়ে ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও খবর

Sponsered content