দেশজুড়ে

মহেশপুরে ডেজার আর ভেকু মেশিন দিয়ে চলছে বালি উত্তোলন

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৪:০৩:১৭ প্রিন্ট সংস্করণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুরপুড়াপাড়া সড়কের বাথানগাছি গ্রামের মাঠের মধ্যে দুধারে ডেজার আর ভেকু মেশিন দিয়ে দিনেরাতে চলছে বালি উত্তোলনের মহাউৎসব দেখলে মনে হয় এলাকায় ইউপি সদস্য রবিউল ইসলামের রাম রাজত্ব চলছে মহেশপুরপুড়াপাড়ার এক মাত্র রাস্তাটি ভেঙ্গে পড়তে পাড়ে যে কোন সময় ক্ষতি হতে পারে এলাকার প্রায় ১০ একর জমির ফসল আর বাড়ী ঘর

এলাকাবাসী জানান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ইউপি সদস্য রবিউল ইসলাম মহেশপুরপুড়াপাড়া সড়কের দুধারে ডেজার আর ভেকু মেশিন দিয়ে দিনেরাতে বালি উত্তোলন করছে ইতি পুর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা জরিমানা করেছেন কিন্তু তাতে কোন লাভ হয়নি ইউপি সদস্য রবিউল ইসলাম এখন ডেজার আর ভেকু মেশিন দিয়ে দিনেরাতে বালি উত্তোলনের মহাউৎসব শুরু করেছেন

এলাকাবাসী আরো জানান, এলাকাবাসীদের মাঠের ফসল,বিভিন্ন প্রজাতির গাছ আর মহেশপুরপুড়াপাড়া যাতায়াতের এক মাত্র রাস্তাটি আজ ধংশের ধার প্রান্তে এসে দাড়িয়েছে এলাকার কেউ ইউপি সদস্যের বালি উত্তোলন কাজে বাধা দেওয়ার সাহস পায়না

ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, কার জমি থাকলো আর কার জমির গাছ নষ্ট হলো তা আমার দেখার বিষয় না আমি আমার জমি থেকে বালি উত্তোলন করছি আর করে যাবো কে ঠেকাবে আমাকে

মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ জানান, বালি উত্তোলনের বিষয়টি আমার জানা ছিলোনা আমি এখুনি মেশিন গুলো তুলে দেওয়া ব্যবস্থা করছি

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকার জানান, আমি ইতি পুর্বে কয়েকবার অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে দিনে বালি উত্তোলনের কারনে জেল জরিমানা করেছিলাম এমনকি ভেকু মেশিনের চালককে জেলও দিয়েছিলাম আমি এবার কঠিন ভাবে পদক্ষেপ নেব 

আরও খবর

Sponsered content