দেশজুড়ে

মহেশপুরে প্রকাশ্যে গরু চুরি করে পালানোর সময় গাড়ীসহ আটক ২

  প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৭:৫৯:৩৫ প্রিন্ট সংস্করণ

মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধি : প্রকাশ্যে দিনের আলোই মাঠ থেকে গরু চুরি করে পাওয়ার টিলারে যোগে নিয়ে য়াওয়ার সময় এলাকাবাসী শরিফুল ইসলাম পিন্টু (৩৫) ইকলাস হোসেন (২২) নামের দুচোরকে আটক করেছে। পরে দুচোকে থানায় সোপর্দ্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলার কৈলাশপুর গ্রামে।

এলাকাবাসী জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিবানন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে শরিফুল ইসলাম পিন্টু জলিলপুর মসজিদ পাড়ার পাচু মিয়ার ছেলে ইকলাস পাতিবিলার কৈলাশপুর গ্রামের মাছ থেকে একটি গরু চুরি করে তাদের পাওয়ার টিলার যোগে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

গরু চোর শরিফুল ইসলাম পিন্টু জানান, নাটিমার কুড়িপোল গ্রামের শরিফুল ইসলাম গরুটি আমার গাড়ীতে দিয়ে বলে বারোবাজারে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি গরুটি নিয়ে বারোবাজারে যাওয়ার পথে এলাকার জনগন আমাকে গাড়ীসহ আটক করেছে।

তবে এলাকার কুখ্যাত চোর কুড়িপোল গ্রামের শরিফুল ইসলাম পলাতক করেছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান,এলাকার জনগন একটি গরু,গরু বহনের পাওয়ার টিলারসহ দুজনকে থানায় সোপর্দ্দ করেছে। এঘটনায় মামলা হয়েছে।

 

আরও খবর

Sponsered content