প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৪:৪০:১১ প্রিন্ট সংস্করণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ১৩০ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মটর সাইকেলসহ ব্যবসায়ী সমিত কুমার দাসকে (৩২) আটক করেছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহেশপুরের রামচন্দ্রপুর কামার পাড়ার মধ্যে থেকে পুলিশ ১৩০ বোতল ফেন্সিডিল ও একটি পালসার মটর সাইকেলসহ ব্যবসায়ী সমিত কুমার দাসকে আটক করে।
আটক কৃত সমিত কুমার দাস ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ফয়লা মাষ্টার পাড়ার স্বপন দাসের ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, থানার এস আই আবুজার সিফারী,এএস আই সঞ্জয় কুমান ও এএস আই রওশন আলী গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে রামচন্দ্রপুর কামার পাড়ার মধ্যে থেকে ১৩০ বোতল ফেন্সিডিল ও একটি কালো রঙ্গের পালসার মটর সাইকেলসহ ব্যবসায়ী সমিত কুমার দাসকে আটক করে। এ ঘটনায় শনিবার রাতেই মামলা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন খান।