আন্তর্জাতিক

মাজার-ই-শরিফে তালেবানের বহুমুখী আক্রমণ

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২১ , ৪:২০:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গত এক সপ্তাহে আফগানিস্তানের ১৮টি প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্যে দেশটির উত্তারঞ্চলের গুরুত্বপূর্ণ শহর মাজার-ই-শরিফে গোষ্ঠীটি শনিবার বহুমুখী আক্রমণ শুরু করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে তালেবান বহুমুখী আক্রমণ শুরু করেছে। যে শহরকে এতদিন প্রভাবশালী যুদ্ধবাজ নেতারা তালেবানের হাত থেকে রক্ষা করে আসছিলেন।

প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির আহমাদ ফরহাদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় তালেবান আক্রমণ শুরু করেছে।

এর আগে আফগান প্রেসিডেন্ট বুধবার বালখ প্রদেশে সফর করেন। সে সময় তিনি যুদ্ধবাজ নেতা আবদুল রশীদ দস্তুম এবং আতা মুহাম্মদ নূর ছাড়াও একাধিক মিলিশিয়া নেতার সঙ্গে বৈঠক করেন।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ইতোমধ্যে ১৮টির রাজধানীর দখল নিয়েছে তালেবান। বেশ কিছু এলাকায় এখনো তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়ছে।  ইতোমধ্যে গোষ্ঠীটি দেশের রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের নেয়।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান সামরিক উপায়ে ১৮টি প্রাদেশিক রাজধানী এবং বহু জেলা দখলে নেওয়ার মাধ্যমে আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে গেল।