প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৬:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যেগে করোনা ভাইরাস প্রতিরোধে গোপালপুর হাট রাস্তার উপর থেকে সরিয়ে গোপালপুর ফুটবল মাঠে স্থান্তর করা হয়েছে। এ সময়ে তরকারীর, ফলের, মাছের, মাংশের দোকান সহ সকল প্রকার দোকান ৪–৫ ফিট দুরত্বে স্থাপন করা হয়। এবং ক্রেতারাও যাতে সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারেন সে ব্যাবস্থা রাখা হয়েছে।
হাট কমিটি বাজারে আগদের সামাজিক দুর্রত্ব বজায় রেখে প্রয়োজনীয় দব্যাদি সংগ্রহ করে দ্রুত চলে যাওয়ার জন্য আহবান জানাচ্ছেন। গোপালপুর হাট ইজারাদার বাদল তালুকদার বলেন,আমরা প্রশাসনের র্নিদেশ মেনে হাট পরিচালনা করছি।
কালকিনি নির্বাহী কর্মর্কতা মোঃ আমিনুল ইসলাম জানান, গোপালপুর হাটটি খুবই গুরত্বপূর্ন বিধায় রাস্তার উপর থেকে সরিয়ে গোপালপুর ফুটবল মাঠে স্থান্তর করা হয়েছে এবং সামাজিক দুর্রত্ব বজায় রেখে বিক্রেতা ও ক্রেতাদের বেচাকেনা করাকরা নিশ্চিত করা হচ্ছে।