ঢাকা

মাদারীপুরে কৃষকের বসতঘরে অগ্নিসংযোগ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫২:১২ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে মো. জসিম দর্জী নামের এক কৃষকের বসতঘরে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই অসহায় কৃষকের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এলাকা ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের মোঃ হযরত দর্জীর কৃষক ছেলে মোঃ জসিম দর্জীর বসতঘরে রাতে কেবা-কারা আগুন লাগিয়ে পালিয়ে যায় । প্রথমে স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসেন। তারা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে করে ওই কৃষকের নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জসিম দর্জী কান্না জরিত কন্ঠে বলেন, আমার ঘরে রাতে কে আগুন লাগিয়েছে বলতে পারবো না। তবে আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আরও খবর

Sponsered content