প্রতিনিধি ৩ মে ২০২০ , ৬:২৫:২২ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় নাই। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা পূর্বের৩৬ জনই রয়েছে।তবে পূর্বের থেকে শহরে ও গ্রামের মানুষের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে। গার্মেন্টসগুলো তাদের কার্যক্রম শুরু করায় লকডাউন উঠে গেছে বলে ধারণা করছে মাদারীপুরের অনেক সাধারণ মানুষ।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় নাই। ফলে জেলায় মোট শনাক্ত সংখ্যা ৩৬ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্ত শনাক্ত ৩৬ জনের মধ্যে শিবচর উপজেলার ১৯ জন ও সদর উপজেলায় ১০ জন, রাজৈর উপজেলায় ৬ জন এবং কালকিনি ১ জন। এর মধ্যে এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেন।
আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। তবে আগের থেকে শহরে ও গ্রামে উভয়ই মানুষের আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে। সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। বাজারগুলোতে বেড়েছে জনসমাগম। অনেকে গোপনে গোপনে দোকান খুলে পণ্য বিক্রি করে আবার পুনরায় বন্ধ করে দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও গার্মেন্টসগুলো তাদের কার্যক্রম শুরু করায় লকডাউন উঠে গেছে বলে ধারণা করে অনেকে ঘর থেকে বের হচ্ছেন বলে জানিয়েছে বেশ কিছু সাধারণ মানুষ।