প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৪:০২:৩৬ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে হত দরিদ্র অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে শাকসবজি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের বটতলা এলাকায় তৃতীয়দিনের মতো এই শাকসবজি বিতরনের উদ্বোধন করে চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রি’এর মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান।
মাদারীপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে লাউ, কুমড়া, করোলা, শশা, ঢেড়শ, বেগুন, লাল শাক, ডাটা শাকসহ বিভিন্ন ধরনের সবজি দেয়া হয়। করোনার দুর্দিনে বিনামূল্যে এই শাকসবজি পেয়ে খুশি হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষ। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসা না পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মাদারীপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে শিবচরে আক্রান্তর সংখ্যা ১৯ জন, রাজৈর ৬ জন, সদরে ৬ জন ও কালকিনি উপজেলায় ১ জন। ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও ১৬জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আর ২ জন মারা গেছেন।