ঢাকা

মাদারীপুরে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা আটক, ভুয়া ন্যাশনাল আইডি কার্ড জব্দ

  প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মাছুম আহম্মদ নামে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ হয়। তার বাবার নাম জয়নাল আবেদীন। এ সময় মাছুমের কাছে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। যার ঠিকানা দেয়া আছে সিলেট জেলার কানাইঘাট আগফৌদ নারাইনপুর। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে মাছুম নামে ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তার কথাবার্তা শুনে সন্দেহ মনে করলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। সে মিয়ানমার থেকে অনেক বছর আগে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরী করে ভুয়া ন্যাশনাল আইডি কার্ড। আইনী প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content