বাংলাদেশ

মানুষ আর সন্ত্রাস-অসাধুদের ক্ষমতার দৌরাত্ম্য দেখতে চায় না

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৫:১৮:২৭ প্রিন্ট সংস্করণ

মানুষ আর সন্ত্রাস-অসাধুদের ক্ষমতার দৌরাত্ম্য দেখতে চায় না
ছবি: সংগৃহীত

দেশের মানুষ আর সন্ত্রাস-অসাধুদের ক্ষমতার দৌরাত্ম্য দেখতে চায় না উল্লেখ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন, দেশের মানুষ সব সময়ের চেয়ে এখন বেশি সচেতন। তারা দেশ ও জাতি নিয়ে নির্মোহ চিন্তার সুযোগ পেয়েছে। যারা দেশ, জাতি ও ধর্মের কল্যাণে কাজ করছে, জনগণ তাদেরকে গ্রহণ করছে।

রোববার (১০ নভেম্বর) পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ আর সন্ত্রাস চায় না, অসাধুদের দৌরাত্ম্য দেখতে চায় না, দেশের সম্পদ নষ্ট হতে দিতে চায় না। তারা নিরাপত্তা চায়, সুষ্ঠুভাবে জনমতের প্রতিফলন দেখতে চায়। যারা ইতঃপূর্বে দেশে সন্ত্রাস করেছে, দেশের সম্পদ লুট করেছে, জনগণ তাদেরকে বর্জন করেছে।

তিনি আরো বলেন, পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গসংগঠনগুলো সর্বদা জুলুম ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবে পীর সাহেব চরমোনাইর আদর্শের সংগঠন ইসলামী যুব আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মুখে থেকে আন্দোলন করেছে এবং ফ্যাসিবাদ পতনের পর দেশ গড়ায় অংশ নিয়েছে, যার ফলে লাখো যুবক এখন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে সাদরে গ্রহণ করেছে।

ইসলামী যুব আন্দোলন সভাপতি বলেন, ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ঘোষিত দাওয়াতি মাসে দেশের প্রতিটি যুবকের কাছে সংগঠনের আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। একটি আদর্শিক সংগঠনের জন্য লাখো যুবক উন্মুখ হয়ে আছে, ভ্রাতৃত্ব ও ভালোবাসার মাধ্যমে তাদেরকে ইসলামের প্রকৃত আদর্শের দিকে আহ্বান করতে হবে। কারণ, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে।

সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, দফতর সম্পাদক এম এ হাসিব গোলদার, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক প্রিন্সিপাল আ হ ম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মাস্টার মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম।

আরও খবর

Sponsered content