প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২০ , ৪:১৯:২৪ প্রিন্ট সংস্করণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ কাজের উদ্বোধন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।