প্রতিনিধি ২২ নভেম্বর ২০২০ , ৪:২৮:১৯ প্রিন্ট সংস্করণ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পুনর্বাসন ও প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ লক্ষে রোববার বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবা সিদ্দিকা রুমা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।