প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৬:২১:৫১ প্রিন্ট সংস্করণ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী সাথী রাণী (১৫) নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১ টার দিকে চিরিরবন্দর উপজেলার আঞ্চলিক সড়ক তালপুকুর এলাকায়। নিহত সাথী রাণী চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যলয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের মনিন্দ্র নাথ রায়ের কন্যা। ওই এলাকার স্থানীয়রা জানায়, সাথী রাণী সাইকেল যোগে তার মামা বাড়ি দূর্গাডাঙ্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দিলে সাথী রাণী ট্রাক্টরের চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর.রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়।