আন্তর্জাতিক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৫ , ২:১০:০৩ প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সফরের সময় উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দক্ষিণ কোরিয়া সফরের সময় একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, সোমবার হেগসেথ যখন দুই কোরিয়াকে বিভক্তকারী নিরাপত্তা সীমান্ত (ডিএমজেড) পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছিলেন, তার প্রায় এক ঘণ্টা আগে পিয়ংইয়ং পশ্চিম সাগরের উত্তরাংশে প্রায় ১০টি রকেট নিক্ষেপ করে।  বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকেল ৩টা এবং সোমবার বিকেল ৪টার দিকে এসব রকেট নিক্ষেপ করা হয়। জেসিএস জানায়, প্রজেক্টাইলগুলোর সঠিক ধরণ ও উদ্দেশ্য জানতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে বিশ্লেষণ করছে। এটি এমন সময়ে ঘটেছে, যখন মাত্র এক সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে উত্তর কোরিয়া একই ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। হেগসেথ সোমবার আট বছর পর প্রথম কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডিএমজেড পরিদর্শন করেন। তার সফরটি এমন এক সময় হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এশিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।

যদিও পিয়ংইয়ং এখনো সেই প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, ট্রাম্প জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে কিমের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী।

আরও খবর

Sponsered content