প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৬:০৩:০৩ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
মালয়েশিয়ায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে যোগ দেবে না পারতি ইসলাম ছে-মালয়েশিয়া (পিএএস) পার্টি। রক্ষণশীল ইসলামের কট্টোর অবস্থানে থাকার জন্য পরিচিত এই দলটি। তারা সরকারে যোগ না দিয়ে বিরোধী দলে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল তকিউদ্দিন হাসান। এ খবর দিয়েছে অনলাইন চ্যানেল নিউজ এশিয়া। তকিউদ্দিন হাসান আরও বলেছেন, জনগণ যে ম্যান্ডেট ও আস্থা দেখিয়ে পিএএস এবং তার ব্যাপক বড় জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন)’কে ভোট দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা রেখে তার দল এমন সিদ্ধান্ত নিয়েছে।