ঢাকা

মাস্ক ব্যবহার না করায় দুই কাউন্সিলরকে জরিমানা

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২১ , ১০:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে দুই কাউন্সিলরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বাসাইল বাজারে অভিযানে গিয়ে তাদের ৪শ টাকা জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- বাসাইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন ও ৯নং ওয়ার্ডের এরশাদ হোসেন। এছাড়া আরও তিনজন পথচারীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজও অভিযান চালিয়েছি। এ সময় মাস্ক ব্যবহার না করে দুই কাউন্সিলর স্টলে আড্ডা দিচ্ছিলেন। পরে দুই কাউন্সিলরসহ পাঁচজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাস্কও বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content