প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৭:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর রাণীনগরে উপজেলা পরিষদের পুকুরের পানিতে পড়ে ছয় বছর বয়সি শিশু আয়েশা সিদ্দীকার মৃত্যু হয়েছে। সোমবার (২৯জুলাই) দুপুরে এ ঘটনাটি ঘটে। এ সময় শিশুটির মা সেলাইমেশিন প্রশিক্ষণে ছিলেন বলে জানা গেছে।
মৃত আয়েশা সিদ্দীকা উপজেলা সদরের দাউতপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
জানা গেছে, শিশু আয়েশার মা বিউটি আয়েশাকে সঙ্গে করে নিয়ে সোমবার সকালে রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাইমেশিন প্রশিক্ষণে আসেন। মেয়েকে কাছে রেখেই প্রশিক্ষণ গ্রহণ করছিলেন তিনি। এক সময় মায়ের অজান্তে শিশু আয়েশা মহিলা বিষয়ক অফিসের বাহিরে এসে খেলাধুলা করার সময় পরিষদের ভেতরে পুকুরের পানিতে পড়ে যায়।
দুপুর দেড়টার দিকে ওই পুকুরের পানি থেকে কয়েকজন ফুটবল খেলোয়াড় ফুটবল আনতে গিয়ে শিশুটিকে পুকুরের পানিতে দেখতে পান। এ সময় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়েশাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ। তিনি বলেন, পুকুরের পানিতে পড়ে শিশু আয়েশার মৃত্যুর খবর আমি লোকমুখে শুনেছি।