প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৩:০১:৪৯ প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে আরো এক ব্যাক্তির করোনা ভাইরাস (কোভিড–১৯) শনাক্ত হয়েছে। তিনি পেশায় একজন ডাক্তারের ব্যাক্তিগত গাড়ী চালক। আক্রান্ত ব্যক্তি উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন পাত্তার পুকুর মোল্লা বাড়ির বাসিন্দা।
তিনি গত (১৮ এপ্রিল) স্বর্দি–জ্বর জনিত কারনে অসুস্থ হয়ে সন্দেহ জনক কারনে বিআইটিআইডিতে করোনা পরীক্ষার জন্য নমূনা প্রদান করেন। তার রক্তের নমুনা পরীক্ষা শেষে সোমবার (২৭ এপ্রিল) রাতে ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তাদের সংগ্রহকৃত নমূনার ফলাফল প্রকাশ করে।
এতে দেখা যায় মিরসরাইয়ের ওই ব্যক্তির রিপোর্টে কোভিড–১৯ ভাইরাস পজিটিভ দেখায়। বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে নিশ্চিত করেন। উক্ত রোগি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।