প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ম বহির্ভূতভাবে বোতলজাত পানি উৎপাদন ও বিপণনের অপরাধে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। প্রতিষ্ঠানটির মালিক আওয়ামী লীগ নেতা মীর আলম মাশুক এ সময় অনুপস্থিত ছিলেন। বুধবার (২ অক্টোবর) বিকাল ৩টার দিকে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে অবস্থিত মাউন্টেন এ্যাভারেস্ট নামের একটি বোতলজাত পানিয় কোম্পানীতে বিএসটিআই লাইসেন্স, প্যাকেজিং লাইসেন্স ও উপযুক্ত টেষ্ট ছাড়াই নিন্মমানের পানি উৎপাদন, মোড়কজাতকরন ও বিপণন করে আসছিলেন।
জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বিএসটিআই এর সহায়তায় অভিযানটি চালানো হয়। এসময় কোম্পানীটি তাদের বিএসটিআই এর অনুমোদন সনদ এবং প্যাকেজিং সনদ প্রদর্শন করলে তাতে দেখা যায় এসবের মেয়াদ দেড় বছর পূর্বে সম্পন্ন হয়। তারা এগুলোর আর নবায়ন করেনি।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওয়ামী লীগের নেতা মীর আলম মাশুক রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে প্রতিষ্ঠানটি চালিয়ে আসছিলেন। প্রতিষ্ঠানটিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং যথাযথ লাইসেন্স নবায়ন ও পানির মান নিশ্চিত না হওয়া পর্যন্ত কারখানাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। অভিযানে অংশ নেন বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মাহফুজুর রহমান ও মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ।