প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৪:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে আর্দশ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে ১ হাজার ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী বামনসুন্দর ফারুকীয়া দাখিল মাদ্রাসায় সার্বিক সহযোগীতায় মাদ্রাসা ক্যাম্পাসে শিক্ষার্থী ও এলাকাবাসীদের এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন একাডেমিক কমিটির সভাপতি মহিউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য হাফেজ নূরউদ্দিন, মাদ্রাসা সুপার মীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক বাবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, সদস্য শাহাদাত, তানভীর, মেহেদী হাসান, শরীফুল, কবিতা, নজরুল, এলিট। সার্বিক সহযোগিতায় মাদ্রাসা শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য সহ অনেক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্য শওকত আকবর সোহাগ বলেন, ‘শিক্ষার্থী ও এলাকার অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এধরনের সেবা মূলক কাজ অব্যাহত থাকবে।’











