প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৫:৩৭:৪৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল পড়ুয়া এক এসএসসি পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সাহেরখালী ইউনিয়নে এই ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থীর নাম মদিনাতুল জান্নাত (১৬)। সে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন জানান, তিনি নবম শ্রেণীর একটি ক্লাশ নিচ্ছিলেন এই সময় শুনতে পান বিদ্যালয়ের একটি পরীক্ষা কেন্দ্রের সামনে এক শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। ওই পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছিল। অচেতন হওয়া শিক্ষার্থীকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে কোন কারনে সে বিষপান করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিষক্রিয়ায় আক্রান্ত এক স্কুল শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে বর্তমানে সে ঝুঁকিমুক্ত।