প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৭:৩১:২৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের মিরসরাইয়ে সাংবাদিক আশরাফের উপর তেল চোর সিন্ডিকেটের পরিকল্পিত হামলার প্রতিবাদে এক জরুরি প্রতিবাদ সবার আয়োজন করেছে মিরসরাইয়ের সাংবাদিক সমাজ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম।
মতবিনিময় সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিক আশরাফের উপরে হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। হামলাকারীরা সাংবাদিক আশরাফের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সেই মোবাইল ফোন এখনো উদ্ধার করা হয়নি। তার উপরে হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করার চেষ্টা করছে। যারা সাংবাদিকদের উপর হামলা করেছেন, হুমকি দিচ্ছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। জীবনবাজি রেখেই সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে সাংবাদিকরা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। এছাড়া সাংবাদিক আশরাফের উপর হামলার ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়। ।
সিনিয়র সাংবাদিক এম মাঈন উদ্দিন ও আনোয়ারুল হক নিজামী এর যৌথ সঞ্চানলায় মনবিনিময় সভায় বক্তব্য রাখেন সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ব্লাক আই সম্পাদক আবু সুফিয়ান, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এম আনোয়ার হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, দেশ বর্তমানের প্রতিনিধি আশরাফ উদ্দিন, লাল সবুজের সম্পাদক নয়ন ধুম, বণিক বার্তার প্রতিনিধি রাজু কমার দে, মানবকন্ঠের প্রতিনিধি নাছির উদ্দিন, জনকন্ঠের প্রতিনিধি রাজিব মজুমদার, ইত্তেফাকের মো. ইউছুফ প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক আশরাফ তার উপর হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, এটি কোন আকষ্মিক হামলা নয় বরং এটি পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত হামলা। কারন হামলা কারীরা সঙ্গবদ্ধ রেলের তেল চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এই চক্রটি ইতি পূর্বে মিরসরাই ক্যাফে নামক একটি রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সাধারণ দৃষ্টিতে সবাই এটিকে লুটপাট ভাঙচুর বললেও বাস্তবে হামলার মুল উদ্দেশ্য ছিল নির্বিঘ্নে রেলের তেল পাচার।
গত শুক্রবারে মিরসরাই পৌর জামায়াতের ৩ নং ওয়ার্ড কর্মীসভায় হামলার কারণ ও অভিন্ন যদিও এটি রাজনৈতিক হামলা বলে প্রকাশ পেয়েছে। আমার উপর হামলার উদ্দেশ্য ও একই কারন রেলের তেল চুরির সকল তথ্য এবং চুরির সাথে জড়িতদের তথ্য আমার কাছে আছে। এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করেছি। রেলের তেল চুরি নির্বিঘ্নে চালিয়ে যেতে কামরুল বাহিনীর হামলার শিকার স্থানীয় এক ব্যক্তি এখনো মৃত্যু সহ্যায়। তাই মিরসরাইয়ের পুর্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তেল চোর ও পাহাড়ি চোরাই গাছ পাচার রোধে পুলিশি অভিযান প্রয়োজন।
মতবিনিময় সভায় মিরসরাই উপজেলার কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।