দেশজুড়ে

মিরসরাইয়ে সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা‌ জিয়ার ৭৮ তম জন্ম‌দিন পা‌লিত

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৭:৪৫:২৪ প্রিন্ট সংস্করণ

মিরসরাইয়ে সা‌বেক প্রধানমন্ত্রী খা‌লেদা‌ জিয়ার ৭৮ তম জন্ম‌দিন পা‌লিত

মিরসরাই উপ‌জেলা বিএন‌পির একাংশ সা‌বেক প্রধান মন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার ৭৮ তম জন্ম‌দিন পালন ক‌রে‌ছে। 

আজ বুধবার (১৬ আগষ্ট) দুপু‌রে  জনাম‌দিন উপল‌ক্ষে স্থানীয় এক‌টি মস‌জি‌দে আসর নামাজের পর দুরুদ ও দোয়া মুনাজ‌তের আয়োজন করায় হয়। এছাড়া সং‌ক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়াহাট পৌর বিএনপি’র আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এছাড়া মিরসরাই উপ‌জেলা বিএন‌পির বিভিন্ন ইউনিয়ন কম‌টির আহবায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।

আরও খবর

Sponsered content