প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৯:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে মহাসড়কের জামালের দোকান এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আম বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার বাইরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলে একজন মারা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। সময় আহত হয়েছে আরো তিন জন। আমরা দুর্ঘটনায় কবলিত ট্রাকগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি।