ঢাকা

মির্জাপুরের আরও ৭ ইটভাটায় অভিযান ৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর (টাঙ্গাইল) ৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৭:৩৬ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরের আরও ৭ ইটভাটায় অভিযান ৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা আরও ৭ ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও মির্জাপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে উপজেলার বাঁশতৈল ও আজগানা ইউনিয়নে স্থাপিত ভাটাগুলোতে অভিযান চালিয়ে ভাটা মালিকদের কাছ থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম। এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর প্রমুখসহ পুলিশ ও সেনাবাহিনীর যৌথটিম উপস্থিত ছিলেন। যেসব ভাটায় অভিযান করা হয়েছে সেগুলো হলো মেসার্স আটলান্টিক ব্রিকস, মেসার্স দেওয়ান ব্রিকস, মেসার্স লিসান ব্রিকস, মেসার্স হুমায়ুন ব্রিকস কর্পোরেশন, মেসার্স কে বি এম ব্রিকস, মেসার্স নিউ কে বি এম ব্রিকস ও মেসার্স আবতাব ব্রিকস।

এর আগে সোমবার সকালে উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা ৭টি ইটভাটার চিমনী গুড়িয়ে দেয় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও মির্জাপুর উপজেলা প্রশাসন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র না থাকায় ভাটাগুলোতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর ও মির্জাপুর উপজেলা প্রশাসন অবৈধভাবে গড়ে উঠা এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content