ঢাকা

মির্জাপুরে জমির বিরোধে সাংবাদিকের ভাইকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ১৬ জুন ২০২৫ , ৭:৩২:১৩ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে জমির বিরোধে সাংবাদিকের ভাইকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক শামসুল আলম আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যার অভিযুক্ত নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। সে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর হলিদ্রাচালা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের চাচাতো ভাই একই গ্রামের মৃত কাবেল উদ্দিনের ছেলে আয়নাল মিয়া (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুক্তখবর পত্রিকার সাংবাদিক শামসুল আলমের ছোট ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশের জমিতে কিছু গাছের চারা লাগাতে যায়। চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা তাকে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। একপর্যায় তারা রফিকুলকে কিল ঘুষি মারতে থাকলে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার আর্তচিৎকারে ভাই শামসুল আলম এগিয়ে গেলে তাকেও কিল ঘুষি মারে চাচাতো ভাই আয়নাল। পরে রফিকুলকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থলে গিয়ে নিহতের চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনা বেগমকে গ্রেপ্তার করে। এই ঘটনায় নিহতের ভাই সাংবাদিক শামসুল আলম বাদী হয়ে চাচাতো ভাই আয়নাল এবং তার স্ত্রী সেলিনার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দৈনিক ভোরের দর্পণ পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content