ঢাকা

মির্জাপুরে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টা: আসামী পলাতক 

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ২২ মে ২০২৫ , ৪:৫২:৪১ প্রিন্ট সংস্করণ

মির্জাপুরে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টা: আসামী পলাতক 

টাঙ্গাইলের মির্জাপুরে তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টা। উক্ত ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকেই আসামী পলাতক রয়েছে। এ বিষয়ে মির্জাপুর থানার এস আই প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শিশুটি প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। পরে ওই ব্যক্তি শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত একই গ্রামের পিতা: মৃত আব্দুল এর ছেলে লাভু মিয়া (৫০)। 

এ ব্যাপারে মির্জাপুর থানার মুহাম্মদ রাশেদুল ইসলাম দৈনিক ভোরের দর্পণ পত্রিকাকে বলেন, ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর পিতা রুবেল এর দেওয়া অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content