ঢাকা

মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে টায়ফয়েড টিকা প্রদান

  মো. আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাঙ্গাইল ১৬ অক্টোবর ২০২৫ , ৭:৩৬:৪৫ প্রিন্ট সংস্করণ

মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে টায়ফয়েড টিকা প্রদান

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে টায়ফয়েড প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে৷ বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অত্র বিদ্যালয়ে এই টায়ফয়েড টিকা দেওয়া হয়েছে।

‎তথ্য মতে জানা যায়, সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকা গ্রহণ করছেন। স্বাস্থ্য কর্মীরা ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের এই টায়ফয়েড টিকা দিচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে টিকা নেন।

‎এব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আমরা ইতিমধ্যে প্রায় প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকা দিচ্ছি। বাকী শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

আরও খবর

Sponsered content