ক্রিকেট

মিশন শেষে দেশে ফিরলেন টাইগাররা

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৫:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে সোমবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টা ১০ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন টাইগাররা।

তবে অধিনায়ক সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। তিনি সেখানে গিয়েপরিবারের সঙ্গে সময় কাটাবেন।

এর আগে গেল ৩০ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিল টিম টাইগার্স। প্রথমে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে অস্ট্রেলিয়ায় পাড়ি দেয়। ফলে দীর্ঘ ৩৮ দিন পর দেশে পা রাখলেন লিটন দাস-তাসকিন আহমেদরা।এছাড়া দলের সঙ্গে দেশে ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে।

দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি নেবেন টাইগাররা।