আন্তর্জাতিক

মিশরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪০

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২২ , ৭:১৫:২২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

মিশরের একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। গিজা শহরে রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দুইটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমবাবা এলাকায় কপটিক আবু সিফিন গির্জায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সে সময় গির্জায় প্রায় পাঁচ শতাধিক মানুষ ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আগুন লেগে গির্জার একটি প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। ফলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর গিজা নীল নদের তীরে অবস্থিত।