রংপুর

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৫:১৯:৫৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং দিনাজপুর প্রেসক্লাবের সহযোগিতায় বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের গবেষকদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সভাপতি ড. মো. আব্দুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন এমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. ছায়েদ আলী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ রহমত, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের সাংগঠনিক সম্পাদক বিধান দত্ত, নির্বাহী সদস্য মাহামুদুল হক সাবু, রোটা. আব্দুস সালাম তুহিন ও দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু।

 

 

আরও খবর

Sponsered content