প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২১ , ৫:১০:০৯ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী (স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি) ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে স্থানীয় সুইমিং পুল এন্ড জিমনেসিয়ামে গোপালগঞ্জের ৫ উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানার সভাপতিত্বে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা শিকদার নূর মোহাম্মদ দুলু।
এসময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নিহাদ আদনান তাইয়ান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমিন, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল, জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কে এম হাসানুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, গোপালগঞ্জ প্রেস ক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জের ৫ উপজেলার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আগত সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সম্মিলিত কন্ঠে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শপথ নেন।