প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ১:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ
কাশিয়ানী উপজেলার পুঁইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ মকসুদুল ইসলাম ও তার স্ত্রী জাহানারা বেগমের নামে সরকারি বন্দোবস্ত দেওয়া ৯০ শতাংশ জমির উপর অবৈধভাবে ছাপড়া তুলে ভোগদখল করার চেষ্টা চালাচ্ছে কতিপয় অসাধু ব্যাক্তি। এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন জাহানারা বেগম । এ ব্যাপারে জাহানারা বেগম (৮৩) বলেন, “১৪৫” নং সীতারামপুর মৌজায় ৩০০২ নং দাগের ১ একর ১৮ শতাংশ জমির মধ্যে ৯২ শতাংশ খাস জমি গত ২০০০ সালে আমার ও আমার স্বামীর নামে বন্দোবস্ত দেয় সরকার। সেই জমিতে প্রতিবেশী নুরু সিকদারের ছেলে মিজান সিকদার, মফিজ সিকদার, মিরাজ সিকদার ও তাজেন সিকদার ছাপড়া ঘর তুলেছে। আমরা বারবার বললেও তারা সেটি না সরানোয় আমি বাধ্য হয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট অভিযোগ করেছি। আমি আমার জায়গা থেকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে যেতে বললেও তারা যাচ্ছে না”।
সরকার কর্তৃক বন্দোবস্ত দেয়া জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা চালানোর কারন জিজ্ঞাসা করা হলে মিজান সিকদার ও মফিজ সিকদার বলেন, ওই জায়গা কারো নামে বন্দোবস্ত দেয়া হয়েছে বলে আমাদের জানা নাই। প্রশাসন আমাদের স্থাপনা সরিয়ে নিতে বললে আমরা সে মোতাবেক কাজ করবো ।