খেলাধুলা

মুখে অস্ত্রোপচার সত্ত্বেও মাঠে দ. কোরিয়ার প্লে মেকার সন হেয়াং-মিন

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২২ , ৮:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

মুখে অস্ত্রোপচার সত্ত্বেও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছেন দক্ষিন কোরিয়ার প্লে মেকার সন হেয়াং-মিন। চলতি মাসের শুরুতে তার মুখে অস্ত্রোপচার করা হয়েছিল।

অনুশীলনে প্রতিরক্ষা মুখোশ ব্যবহারের পরও টটেনহ্যামের এই ফরোয়ার্ড দোহায় ‘খেলতে সক্ষম’ বলে জানার পর অধিনায়ককে একাদশভুক্ত করেন দক্ষিণ কোরিয়ার পর্তুগীজ কোচ পাওলো বেন্টো।
চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে মার্শেই’র বিপক্ষে ম্যাচে মুখোমুখি সংঘর্ষে সনের চোখের সকেটে চিড় ধরে।
তবে মুখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে নিজেকে ফিট এবং বিশ্বকাপে দেশের হয়ে খেলতে রাজি আছেন বলে জানিয়েছিলেন সন।

আরও খবর

Sponsered content