প্রতিনিধি ৮ মে ২০২০ , ৩:৩৪:১০ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২৪৩ জনে। মারা গেছে ৮ জন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন এবং শ্রীনগর উপজেলায় ১২ জন।
জেলা সিভিলসার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা থেকে ১৪১৫টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যার মধ্যে ১১৩৬টি নমুনার রিপোর্ট এসেছে। জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯৭, সিরাজদিখান উপজেলায় ৫০, শ্রীনগরে ৩৬, লৌহজং উপজেলায় ২৬, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ এবং গজারিয়ায় ২১ জন করোনা আক্রান্ত।