প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ১১:০৮:৫৫ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জে সাত করোনা রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর এবং সিরাজদিখান উপজেলায় একজন করে নারী রয়েছেন। এছাড়া গজারিয়ায় দুজন, টঙ্গীবাড়িতে দুজন ও শ্রীনগরে একজন পুরুষ আক্রান্ত হয়েছেন।
গেল ৭ এপ্রিল ১৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৮ এপ্রিল ঢাকায় পাঠানো হয়। এর মধ্য থেকে সাত জনের রিপোর্ট পজিটিভ আসে।
সিভিল সার্জন জানিয়েছেন, তাদের অধিকাংশই নারায়ণগঞ্জে সংক্রমিত বলে জানা গেছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন জানান, গজারিয়া উপজেলার দুইজনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তাকে ঢাকায় ভর্তি করার জন্য রাতেই মুন্সীগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কমিউনিটি মেডিক্যাল অফিসার সংক্রমিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়ার নির্দেশনা দিয়েছেন। এজন্য বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।