খেলাধুলা

মেয়েদের বিশ্বকাপ জয়ের পর রোহিতের চোখে আনন্দ অশ্রু

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৪:০৬:১৯ প্রিন্ট সংস্করণ

মেয়েদের বিশ্বকাপ জয়ের পর রোহিতের চোখে আনন্দ অশ্রু

ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপজয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে গিয়েছিল রোহিত শর্মার। তবে সেই স্বপ্ন পূরণ করলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

রোববার (৩ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় নারী দল। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিত শর্মা, যিনি পরিবারসহ গ্যালারিতে বসে পুরো ম্যাচটি উপভোগ করেন। ম্যাচের ৪৬তম ওভারে দীপ্তি শর্মার তৃতীয় বলে নাদিনে ডে ক্লার্ক হারমানপ্রীত কৌরের হাতে ধরা পড়লে জয় নিশ্চিত হয় ভারতের। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ডিওয়াই পাটিল স্টেডিয়াম। আর সেই উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়ে যায় রোহিত শর্মাকেও। চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় নারী ক্রিকেটাররা যখন একে অপরকে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন, তখন ক্যামেরায় ধরা পড়ে আবেগঘন এক দৃশ্য— গ্যালারিতে দাঁড়িয়ে রোহিত অভিনন্দন জানাচ্ছেন বিজয়ী দলকে, চোখে জল টলমল করছে। মনে হচ্ছিল, নারী দলের এই জয়েই যেন তিনি খুঁজে নিচ্ছেন নিজের অপূর্ণতার প্রতিফলন।

ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা, তবে এখনো সক্রিয় ওয়ানডেতে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ বিশ্বকাপে আবারও দেখা যাবে তাকে মাঠে— হয়তো তখনই তিনি নিজের সেই অসম্পূর্ণ স্বপ্নটিকে পূর্ণ করতে চাইবেন।