খেলাধুলা

মেসির মায়ামিকে উড়িয়ে কোয়াটারে পিএসজি 

  প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ৩:২১:৩২ প্রিন্ট সংস্করণ

মেসির মায়ামিকে উড়িয়ে কোয়াটারে পিএসজি 
ছবি : সংগৃহীত

সাবেক ক্লাব পিএসজি’র বিপক্ষে লিওনেল মেসির আলো ছড়ানোর ম্যাচ হওয়ার কথা ছিল এটি। কিন্তু বাস্তবে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রীতিমতো ছেলেখেলা করেই ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসি জায়ান্টরা।

খেলা শুরুর মাত্র ছয় মিনিটেই হোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর গোটা প্রথমার্ধজুড়ে মায়ামির রক্ষণ যেন ছিল ছিন্নভিন্ন। একের পর এক আক্রমণে অসহায় হয়ে পড়ে মেসি-সুয়ারেজদের দল। প্রথমার্ধেই আরও তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় প্যারিসিয়ানরা। ৩৯ মিনিটে নেভেস করেন নিজের দ্বিতীয় গোল। এরপর ৪৪ মিনিটে আত্মঘাতী গোল উপহার দেন মায়ামির ডিফেন্ডার টমাস আভিলেস। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।

ম্যাচ শেষে অবশ্য এই ভরাডুবি নিয়ে ভেঙে পড়েননি ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো। বরং ক্লাব বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি। সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা এমএলএসে যেভাবে খেলে থাকি, সেটাই দেখানোর চেষ্টা করেছি। আমি আমার দলের পারফরম্যান্সে গর্বিত।’

মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’

আরও খবর

Sponsered content