প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২০ , ১২:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়নে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ বিশ্বাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ইউনিয়নের চরমহিষা গ্রামের দিলু বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে সোহাগ ক্লোজার বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।