প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:৩৯:৪৭ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জমির উদ্দিন পারভেজের সমর্থনে রাউজান উপজেলা, পৌরসভা ও রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে মত বিনিময় সভা গত সোমবার বিকালে মুন্সিরঘাটা চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদের সভাপতিত্বে ও রাউজান কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, নির্বাহী সদস্য, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু প্রমুখ।