প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২০ , ৪:৩২:৩১ প্রিন্ট সংস্করণ
সাদ্দাম হোসেন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আ’লীগ ইসলামপুর উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক এস.এম. জাহাঙ্গীর আলম গতকাল বিকালে মটর সাইকেল শোভাযাত্রা করে ইসলামপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় কালে তিনি বলেন- জনগণের প্রতিনিধি নির্বাচনে যোগ্য ব্যক্তি নির্বাচিত না হলে কোন উন্নয়ন হয় না।
তাই আমি যোগ্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি যদি আপনাদের দোয়া ও সহযোগীতায় নির্বাচিত হতে পারি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ইসলামপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল হিসাবে গড়ে তুলবো। মোটর সাইকেল শোভাযাত্রার সময় বিভিন্ন ওয়ার্ড আ’লীগ সমর্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ তার সাথে গণসংযোগে অংশ গ্রহণ করেন। গণসংযোগ শেষে একটি মটর সাইকেল শোভাযাত্রাটি ইসলামপুর বাজার, দেনুয়ার মোড়, রেল ষ্টেশন, সিএনজি ষ্ট্যান্ড মোড় হয়ে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়। এ সময় মেয়র মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঈীর আলম বলেন, আমি দীর্ঘদিন থেকে আ’লীগ রাজনীতির সাথে জড়িত।
বিএনপি, জামাত-শিবিরের ক্ষমতার সময়ে আমাকে অনেক জেল-যুলুম নিপীড়ন-অত্যাচার সহ্য করতে হয়েছে। তাই বিনয়ের সাথে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী, জেলা আ’লীগের নেতৃবৃন্দ ও ইসলামপুর উপজেলা আ’লীগের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী বিপ্লবী সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল এমপির কাছে একটাই দাবী, আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জোর দাবী জানাচ্ছি।