প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৪:৪৭:০৬ প্রিন্ট সংস্করণ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ থানা ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে বুধবার বিকেলে বিকেলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ ও আদমদীঘি সার্কেল) কে.এইচ.এম এরশাদ। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মন্জু, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পরিদর্শক (অপারেশন) হরিদাস চন্দ্র, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেসার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রঞ্জু, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আহসান হাবিব সবুজ, মোকামতলা প্রেসক্লাব সভাপতি নুরুল আমিন তালুকদার, সাংবাদিক আ. রউফ রুবেল, খালিদ হাসান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা সৌরভ প্রমুখ