প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৪:১১:২৫ প্রিন্ট সংস্করণ
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া মোকামতলার শংকরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. ফারুক আহম্মেদ (৭০) আর নেই। গত বুধবার রাতে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে …….রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবিরের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর শংকরপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) এলাকার এমপি মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্, সাবেক এমপি এড.একেএম হাফিজুর রহমান, অধ্যক্ষ মাও. শাহাদাতুজ্জামান, খাদ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকিড়, অধ্যক্ষ মীর শাহে আলম, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. বারী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, বগুড়া জেলা পরিষদ সদস্য মারুফ রহমান মন্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেসার রহমান, স্থানীয় আ’লীগ সভাপতি আলহাজ¦ ফজলুর রহমান, উপজেলা জাপা সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহসান হাবিব সবুজ, স্থানীয় মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক রঞ্জু, উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নুরুল আমিন তালুকদার প্রমুখ।