দেশজুড়ে

মোড়েলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান, জাল-নৌকা আটক

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৬:৫২:৩২ প্রিন্ট সংস্করণ

মোড়েলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান, জাল-নৌকা আটক

বাগেরহাটের মোরেলগঞ্জে মা ইলিশ ধরা বন্ধে পানগুছি ও বলেশ্বর নদীতে প্রশাসনের অভিযান রাতভর অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে মাছ ধরা ব্যবহৃত ২০ টি অবৈধ জাল ও একটি নৌকা আটক করা হয়েছে।

জানাগেছে, উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ কর্মসূচির (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন অবরোধ) চলাকালিন সময়ে ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোস্টগার্ড, সেনা সদস্য, পুলিশের একটি টিম এ অভিযান ছিলেন।

এ সময় পানগুছি ও বলেশ্বর নদীর কুমারখালী নামক স্থান থেকে ৩০ হাজার মিটারের ২০টি বহেন্দী, চরঘড়া, মশারী, কারেন্ট জালসহ একটি নৌকা জব্দ করে। পরে আটককৃত অবৈধ জালগুলো বিনষ্ট করা হয়। ইতোপূর্বে ১৮ দিনের অভিযানে দেড়লাখ মিটার বিভিন্ন প্রকারের জাল আটক করে পুড়িয়ে ধংস করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ১৩ অক্টোবর থেকে অবরোধ চলাকালিন গত ১৮ দিনে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যৌথ উদ্যোগে পানগুছি নদীতে ২৩টি টহল অভিযান ও ৬টি মোবাইল কোর্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়েছে। অবরোধকালিন সময়ে এ উপজেলায় ৪ হাজার ৪শ’ ৩৪ জেলে পরিবারকে ২৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশষ্য চাল প্রদান করা হবে।

আরও খবর

Sponsered content